আমরাও সবাইকে ভিসা দেই না: পরিকল্পনামন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৪০ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩
আমাদেরও নিজস্ব ভিসানীতি আছে, সবাইকে ভিসা দেই না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বুধবার (২১ জুন) রাজধানীর একটি হোটেলে উপকূলীয় এলাকায় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিষয়ক এক সেমিনারে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আমাদেরও নিজস্ব ভিসানীতি আছে, সবাইকে আমরা ভিসা দেই না যারা একাত্তরে নৃশংসতা করেছে তাদের ভিসা দেওয়া হয় না। সে কারণে মার্কিন ভীসানীতির বিষয়টি ঠাণ্ডা মাথায় বিবেচনারও আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: পাঁচটি সিটি নির্বাচন ভালো হয়েছে: সিইসি
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের ভিসা না দিলে না দিক। প্রতিদিনই তো অ্যাম্বাসিতে কয়েক হাজার মানুষ ভিসার আবেদন করে। সেখানে অনেকেই ভিসা পায় না। আর যারা নির্বাচন হতে দেবে না বলে, আগুন দেবে বলে- তাদের যদি ভিসা না দেয়, তাহলে এটা ভালো।”
আরও পড়ুন: শুক্রবার থেকে হাটে জমতে পারে পশু কেনাবেচা
ইউরোপীয় ইউনিয়নকে বন্ধু উল্লেখ করে তিনি বলেন, “তারা আমাদের কর্তা নয়। যুক্তরাজ্য, ফ্রান্স, ভারতে সবাই ভোট করে না, তবে কেউ বলতে পারে না ভোট হতে দেবো না। পুড়িয়ে ফেলবো, নির্বাচনে আসতে দেবো না, এ কথা বলার অধিকার আছে কারও? এসব অবৈধ কথা। খেলতে গেলে খেলার নিয়ম আছে। ফিফা নিয়ম তৈরি করেছে। আমাদের এখানেও রেফারি হিসেবে নির্বাচন কমিশন আছে।”
জেবি/এসবি