রাসিক নির্বাচনে ১৪৪ কেন্দ্রে নৌকা ১৪৬৭৭৫, হাতপাখা ১২৫৫২
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:১০ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। ১৫৫ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১১৯ টি কেন্দ্রের বেসরকারি প্রাথমিক ফলাফল পাওয়া গেছে।
এতে নৌকা প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন পেয়েছেন ১৪৬৭৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুরশিদ আলম ফারুকী পেয়েছেন ১২৫৫২ ভোট।
আরও পড়ুন: সিলেট সিটিতে ১৭৬ কেন্দ্রে নৌকা ১০৯১৯৬, লাঙ্গল ৪৮১৪৪
রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে চলে ভোটগ্রহণ।
এই সিটিতে আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন, জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম ও জাকের পার্টির প্রার্থী লতিফ আনোয়ার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেবি/ আরএইচ/