এবার অন্যতম ভালো একটা বিশ্বকাপ হবে: মিরাজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩
আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের সামনে রেখে এখন চলছে অনুশীলন ক্যাম্প। বুধবার (২১ জুন) অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের অন্যতম ভরসা মিরাজ।
অনুশীলন নিয়ে মিরাজ জানান, “বিশ্বকাপ বেশি দেরি নেই। সবমিলিয়ে আমরা যেভাবে অনুশীলন করছি, ভালো অনুশীলন হচ্ছে। সবাই সবার রোলটা জানে। ছোট ছোট জায়গায় উন্নতি করতে হবে। সেসব নিয়ে কোচ খেলোয়াড়দের সঙ্গে কাজ করছেন। বাংলাদেশ দলে এখন অভিজ্ঞ খেলোয়াড়ের ছড়াছড়ি। সাকিব আল হাসান-তামিম ইকবালদের ছাড়াও যেখানে ম্যাচ জিতিয়ে আনতে পারছে তরুণরা, সেখানে বিশ্বমঞ্চে যারা খেলে এসেছে তাদের নিয়ে ভালো কিছুর আশা করা যেতেই পারে।”
আরও পড়ুন: নিজের ২০০তম ম্যাচ রাঙালেন রোনালদো
২০১৯ বিশ্বকাপের বাংলাদেশ দলের চেয়েও বর্তমান এই দলটাকে এগিয়ে রেখেছেন মিরাজ। তিনি বললেন, ‘আমাদের দলের ভেতর অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। অনেক বিশ্বকাপ খেলা খেলোয়াড় আছে। আমার কাছে মনে হয় এটিই বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ দল, যারা অনেক বছর ধরে জাতীয় দলে খেলছে। আমরা যারা আছি, আমরাও অনেকদিন ধরে খেলছি। আমরা জানি বিশ্বকাপে কী ধরনের খেলা হয়। আমরা কীভাবে ওই জিনিসগুলো আয়ত্তে আনতে পারি, সেসব নিয়ে অনুশীলন করছি।’
আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
তিনি বলেন, “২০১৯ সালে যে দলটা ছিল, আমি নতুন ছিলাম। আমার প্রথম বিশ্বকাপ ছিল। লিটন দার প্রথম বিশ্বকাপ ছিল। কিন্তু, এখন আমি, লিটন দা, মুস্তাফিজ, তাসকিন, শান্ত- আমরা কিন্তু প্রায় সাত বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। আশা করি অন্যতম ভালো একটা বিশ্বকাপ হবে।”
জেবি/এসবি