Logo

এবার অন্যতম ভালো একটা বিশ্বকাপ হবে: মিরাজ

profile picture
জনবাণী ডেস্ক
২২ জুন, ২০২৩, ০৬:০১
35Shares
এবার অন্যতম ভালো একটা বিশ্বকাপ হবে: মিরাজ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বেশি দেরি নেই। সবমিলিয়ে আমরা যেভাবে অনুশীলন করছি, ভালো অনুশীলন হচ্ছে।

বিজ্ঞাপন

আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের সামনে রেখে এখন চলছে অনুশীলন ক্যাম্প। বুধবার (২১ জুন) অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের অন্যতম ভরসা মিরাজ। 

অনুশীলন নিয়ে মিরাজ জানান, “বিশ্বকাপ বেশি দেরি নেই। সবমিলিয়ে আমরা যেভাবে অনুশীলন করছি, ভালো অনুশীলন হচ্ছে। সবাই সবার রোলটা জানে। ছোট ছোট জায়গায় উন্নতি করতে হবে। সেসব নিয়ে কোচ খেলোয়াড়দের সঙ্গে কাজ করছেন। বাংলাদেশ দলে এখন অভিজ্ঞ খেলোয়াড়ের ছড়াছড়ি। সাকিব আল হাসান-তামিম ইকবালদের ছাড়াও যেখানে ম্যাচ জিতিয়ে আনতে পারছে তরুণরা, সেখানে বিশ্বমঞ্চে যারা খেলে এসেছে তাদের নিয়ে ভালো কিছুর আশা করা যেতেই পারে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২০১৯ বিশ্বকাপের বাংলাদেশ দলের চেয়েও বর্তমান এই দলটাকে এগিয়ে রেখেছেন মিরাজ। তিনি বললেন, ‘আমাদের দলের ভেতর অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। অনেক বিশ্বকাপ খেলা খেলোয়াড় আছে। আমার কাছে মনে হয় এটিই বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ দল, যারা অনেক বছর ধরে জাতীয় দলে খেলছে। আমরা যারা আছি, আমরাও অনেকদিন ধরে খেলছি। আমরা জানি বিশ্বকাপে কী ধরনের খেলা হয়। আমরা কীভাবে ওই জিনিসগুলো আয়ত্তে আনতে পারি, সেসব নিয়ে অনুশীলন করছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, “২০১৯ সালে যে দলটা ছিল, আমি নতুন ছিলাম। আমার প্রথম বিশ্বকাপ ছিল। লিটন দার প্রথম বিশ্বকাপ ছিল। কিন্তু, এখন আমি, লিটন দা, মুস্তাফিজ, তাসকিন, শান্ত- আমরা কিন্তু প্রায় সাত বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। আশা করি অন্যতম ভালো একটা বিশ্বকাপ হবে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD