Logo

নিজের ২০০তম ম্যাচ রাঙালেন রোনালদো

profile picture
জনবাণী ডেস্ক
২১ জুন, ২০২৩, ২৩:২১
37Shares
নিজের ২০০তম ম্যাচ রাঙালেন রোনালদো
ছবি: সংগৃহীত

আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে একের পর এক আক্রমণ করেও কোনোমতেই গোলের দেখা পাচ্ছিল না পর্তুগাল।

বিজ্ঞাপন

পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো!  ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের 'জে' গ্রুপের ম্যাচে মঙ্গলবার (২০ জুন) দিনগত রাতে আইসল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে তার দল পর্তুগাল। এমন জয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচ আরও বেশি স্মরণীয় হয়ে থাকল ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য।

আইসল্যান্ডের  বিপক্ষে  ম্যাচে একের পর এক আক্রমণ করেও কোনোমতেই গোলের দেখা পাচ্ছিল না পর্তুগাল। ম্যাচের ৮১তম মিনিটে আইসল্যান্ড ১০ জনের দলে পরিণত হলে চাপ কাটিয়ে ওঠে পর্তুগাল। থর উইলামসন দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন।

বিজ্ঞাপন

৮৯তম মিনিটে পর্তুগালের হয়ে জয়সূচক গোলটি করেন রোনালদো। উদযাপনের জন্য রোনালদোকে দুই মিনিট অপেক্ষায় থাকতে হয়েছে। রেফারি অফসাইডের অজুহাতে বাতিল করে দেন তার গোল। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভার) রিভিউ দেখার পর গোল বৈধ বলে জানান রেফারি। পর্তুগালের হয়ে যা রোনালদোর ১২৩তম। এটি আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ।

বিজ্ঞাপন

এমন মাইলফলক গড়ার অনুভূতি জানিয়ে রোনালদো জানান, “এই জয়ের স্বাদ একেবারেই আলাদা। জয়সূচক গোল করেছি বলে নয়, কারণ পর্তুগালের জাতীয় দলের জার্সিতে এটা আমার ২০০তম ম্যাচ।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বয়স ৩৮, এখনও পর্তুগালের দলনেতা, আক্রমণ ভাগের অন্যতম সারথি। অবসর নিয়ে সেভাবে কিছুই বলছেন না। ২০২৪ সালে ইউরো। হয়তো সেই মঞ্চেও দেখা যাবে সিআর সেভেনকে। আর সেটা হতে পারে তার জাতীয় দলের হয়ে শেষ আসর।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD