Logo

রেকর্ড আমাকে তাড়া করে, আমি রেকর্ডকে না: রোনালদো

profile picture
জনবাণী ডেস্ক
২০ জুন, ২০২৩, ২৩:৪৫
36Shares
রেকর্ড আমাকে তাড়া করে, আমি রেকর্ডকে না: রোনালদো
ছবি: সংগৃহীত

মাইলফলকের ম্যাচটি গোল দিয়েই রাঙাতে চান রোনালদো।

বিজ্ঞাপন

বর্ণিল ক্যারিয়ারে এবার অনন্য এক মাইলফলকের অপেক্ষায় আছেন তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরো বাছাইয়ে আজ মঙ্গলবার (২০ জুন) আইসল্যান্ডের বিপক্ষে নামলেই প্রথম ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার কীর্তি গড়বেন তিনি।

সোমবার (১৯ জুন) সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, “আমি পর্তুগাল জাতীয় দলে খেলাটা কখনোই ছেড়ে দেব না। কারণ এটাই আমার আজীবনের স্বপ্ন। ২০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা কারও জন্য নয়, এটা প্রমাণ করে আমি আমার দেশ ও দলকে কতটা ভালোবাসি।”

বিজ্ঞাপন

মাইলফলকের ম্যাচটি গোল দিয়েই রাঙাতে চান রোনালদো। যদিও গত ম্যাচে বসনিয়া এন্ড হার্জেগোভিনার বিপক্ষে গোল পাননি তিনি! 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘২০০তম ম্যাচ গোল দিয়ে রাঙালে অসাধারণ হবে। আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমাকে তাড়া করে। আমি খুশি কারণ দলের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে খেলে যাওয়ার জন্য এগুলো আমাকে উজ্জীবিত করে। এটা (২০০ ম্যাচ) এমন কিছু যা আমি অর্জন করার কথা কখনও ভাবিনি।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সর্বোচ্চ ম্যাচের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডেও চূড়ায় বসে আছেন রোনালদো। ১৯৯ ম্যাচ খেলে পর্তুগালের হয়ে ১২২ গোল করেছেন এই ফরোয়ার্ড।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD