রেকর্ড আমাকে তাড়া করে, আমি রেকর্ডকে না: রোনালদো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ২০শে জুন ২০২৩
বর্ণিল ক্যারিয়ারে এবার অনন্য এক মাইলফলকের অপেক্ষায় আছেন তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরো বাছাইয়ে আজ মঙ্গলবার (২০ জুন) আইসল্যান্ডের বিপক্ষে নামলেই প্রথম ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার কীর্তি গড়বেন তিনি।
সোমবার (১৯ জুন) সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, “আমি পর্তুগাল জাতীয় দলে খেলাটা কখনোই ছেড়ে দেব না। কারণ এটাই আমার আজীবনের স্বপ্ন। ২০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা কারও জন্য নয়, এটা প্রমাণ করে আমি আমার দেশ ও দলকে কতটা ভালোবাসি।”
মাইলফলকের ম্যাচটি গোল দিয়েই রাঙাতে চান রোনালদো। যদিও গত ম্যাচে বসনিয়া এন্ড হার্জেগোভিনার বিপক্ষে গোল পাননি তিনি!
আরও পড়ুন: হজ পালনে সৌদিতে বাবর-রিজওয়ান
তিনি আরও বলেন, ‘২০০তম ম্যাচ গোল দিয়ে রাঙালে অসাধারণ হবে। আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমাকে তাড়া করে। আমি খুশি কারণ দলের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে খেলে যাওয়ার জন্য এগুলো আমাকে উজ্জীবিত করে। এটা (২০০ ম্যাচ) এমন কিছু যা আমি অর্জন করার কথা কখনও ভাবিনি।’
আরও পড়ুন: ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশন্স লিগ চ্যাম্পিয়ন স্পেন
সর্বোচ্চ ম্যাচের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডেও চূড়ায় বসে আছেন রোনালদো। ১৯৯ ম্যাচ খেলে পর্তুগালের হয়ে ১২২ গোল করেছেন এই ফরোয়ার্ড।
জেবি/এসবি