Logo

সাকিব আল হাসানকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল

profile picture
ক্রীড়া ডেস্ক
৩০ জানুয়ারি, ২০২৬, ২০:৩৭
সাকিব আল হাসানকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভবিষ্যৎ পরিকল্পনায় আবারও সাকিব আল হাসানকে অন্তর্ভুক্ত করেছে। তাকে জাতীয় দলে ফেরানোর প্রস্তুতি নিচ্ছে বোর্ড, এমনকি পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজের আগেই ফেরানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর বিসিবি ‘সাকিব কার্ড’ খেলছে—এমন আলোচনা থাকলেও বোর্ড পরিচালক আসিফ আকবর স্পষ্ট করে জানিয়েছেন, বিষয়টি কোনো প্রতীকি সিদ্ধান্ত নয়। তিনি শুক্রবার ক্রিকবাজকে বলেন, সাকিবকে ফেরানোর পরিকল্পনার অংশ হিসেবে তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

আগামী ১২ মার্চ বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। মে মাসের শেষ দিকে অনুষ্ঠিত হবে টেস্ট ম্যাচ। পাকিস্তান সুপার লিগের কারণে সিরিজটি দুই ধাপে আয়োজনের প্রস্তাব দিয়েছিল পিসিবি।

বিজ্ঞাপন

বিসিবি কর্মকর্তাদের মতে, পরিকল্পনা অনুযায়ী মার্চেই মাঠে ফিরতে পারেন সাকিব। তবে এ প্রসঙ্গে কিছুটা ভিন্ন মত দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তার মতে, সাকিব যদি ফেরেন, তাহলে লক্ষ্য হওয়া উচিত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলা।

সম্প্রতি সাকিব টেস্ট ও টি-টোয়েন্টি অবসর নিয়ে সিদ্ধান্ত পরিবর্তনের ইঙ্গিত দেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে কানপুর টেস্টে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা এই বাঁহাতি অলরাউন্ডার জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে হোম সিরিজ খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন। তবে নিরাপত্তাজনিত কারণে সে সময় দেশে আসা সম্ভব হয়নি। পরে তিনি তিন ফরম্যাটেই দেশের মানুষের সামনে শেষ ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেন।

এ প্রসঙ্গে আশরাফুল বলেন, সাকিব যদি একটি নির্দিষ্ট ফরম্যাটে মনোযোগ দেন, তাহলে আরও দীর্ঘ সময় খেলা সম্ভব।

বিজ্ঞাপন

ক্রিকবাজকে তিনি বলেন, “আজকের ক্রিকেটে যদি কেউ একটি ফরম্যাটে ফোকাস করে, তাহলে দীর্ঘদিন পারফর্ম করা যায়। মুশফিক যেমন শুধু টেস্ট খেলছে। সাকিব যদি শুধু ওয়ানডেতে মনোযোগ দেয়, তাহলে সে আরও অনেক বছর খেলতে পারবে।”

তিনি আরও বলেন, ২০২৭ বিশ্বকাপে সাকিবের বয়স হবে ৩৭–৩৮। আধুনিক ক্রিকেটে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট থাকায় ৪০-এর পরেও খেলা বড় সমস্যা নয়।

বিজ্ঞাপন

সাকিবের ফিটনেস প্রসঙ্গে আশরাফুলের কথা, ‘সেটা হবে খুবই ভালো কারণ সে ফিট। সে সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছে। এমন না যে বাসায় বসে আছে। সে যেহেতু সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে এবং সে যদি বিশ্বকাপ পরিকল্পনা মাথায় রেখে কেবল ওয়ানডে খেলতে চায়, সেটা প্রত্যেকের জন্য ভালো হবে।’

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD