Logo

পাকিস্তান সিরিজ দিয়ে কি জাতীয় দলে ফিরছেন সাকিব !

profile picture
জনবাণী ডেস্ক
৩০ জানুয়ারি, ২০২৬, ১৬:২৪
পাকিস্তান সিরিজ দিয়ে কি জাতীয় দলে ফিরছেন সাকিব !
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানের প্রত্যাবর্তনে নতুন করে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের লক্ষ্য, আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়েই সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানো।

বিজ্ঞাপন

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দেশে ফেরেননি সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলতে আগ্রহী থাকলেও বিভিন্ন পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। এরপর পাকিস্তান ও ভারত সফরেও জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি তিনি। এ সময়ের মধ্যে তার অবসর সংক্রান্ত পরিকল্পনাও বাস্তবায়ন হয়নি।

বিসিবি সূত্র জানিয়েছে, সাকিবকে শুধুমাত্র একটি বিদায়ী সিরিজ দেওয়ার চিন্তায় নেই বোর্ড। বরং তাকে নিয়মিতভাবে আবার জাতীয় দলে ফেরানোর পরিকল্পনাই অগ্রাধিকার পাচ্ছে, যাতে একটি সিরিজ দিয়েই তার অধ্যায় শেষ না হয়।

বিজ্ঞাপন

গণমাধ্যমে দেওয়া বক্তব্যে বিসিবি পরিচালক আসিফ আকবর জানান, বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে। তিনি বলেন, এ নিয়ে বোর্ড সভাপতি সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা আশাবাদী, মার্চে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেই সাকিব জাতীয় দলে ফিরতে পারবেন।

সম্প্রতি বিডিক্রিকটাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব নিজেও জানান, ভালোভাবে সিরিজ খেলে অবসর নেওয়ার ইচ্ছা তার এখনো আছে। সাকিব বলেন, আমি এখনো চাই, একটি সিরিজ খেলে সুন্দরভাবে অবসর নিতে। সেটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগবে।

২৪ জানুয়ারি অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে সাকিবকে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বোর্ড পরিচালক আমজাদ হোসেন ও আসিফ আকবর নিশ্চিত করেন, সাকিবের ফেরার ব্যাপারে সরকারকে অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে বিসিবির পরিকল্পনা এখানেই থেমে নেই। বোর্ড চায়, সাকিব যেন দীর্ঘ সময়ের জন্য জাতীয় দলের সঙ্গে যুক্ত থাকেন। আসিফ আকবর বলেন, “আমরা চাই পাকিস্তান সিরিজ দিয়ে সে আবার খেলুক। এরপর কতদিন খেলবে, সেটা তার নিজের সিদ্ধান্ত।”

সূচি অনুযায়ী, মার্চে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর মে মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবারও বাংলাদেশে আসার কথা পাকিস্তান দলের।

বিজ্ঞাপন

সূত্র: বিডি ক্রিক টাইম

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD