Logo

টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশের দুই আম্পায়ার

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৩০ জানুয়ারি, ২০২৬, ১৭:০২
টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশের দুই আম্পায়ার
ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ না নিলেও দেশের দুজন আম্পায়ার আন্তর্জাতিক মঞ্চে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন। বিশ্বকাপের ম্যাচ পরিচালনায় থাকছেন বাংলাদেশের গাজী সোহেল এবং শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

বিজ্ঞাপন

ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে না খেলার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনড় অবস্থানে রয়েছে। এ অবস্থায় বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে ম্যাচ পরিচালনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকছে আম্পায়ারদের মাধ্যমে।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ আম্পায়ার ও ম্যাচ রেফারিদের সঙ্গে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই দুই আম্পায়ার।

বিজ্ঞাপন

টুর্নামেন্টজুড়ে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন মোট ছয়জন। তারা হলেন—ইংল্যান্ডের ডিন কস্কার, অস্ট্রেলিয়ার ডেভিড গিলবার্ট, শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে, জিম্বাবুয়ের অ্যান্ড্রু পাইক্রফট, ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন এবং ভারতের জাভাগাল শ্রীনাথ।

এদিকে আম্পায়ারদের তালিকায় রয়েছেন রোল্যান্ড ব্ল্যাক, ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গাফানি, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবরো, ওয়েন নাইটস, ডোনোভান কখ, জয়ারামন মাদানাগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাজস্কি, কে এন পদ্মনাভান, আলাহুদ্দিন পালেকার, আহসান রাজা, লেসলি রেইফার, পল রেইফেল, ল্যাংটন রুসেরো, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, গাজী সোহেল, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, রাভীন্দ্রা বিমালাসিরি ও আসিফ ইয়াকুব।

বিজ্ঞাপন

আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোর সিংগলিজ স্পোর্টস ক্লাব মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। ওই ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। উদ্বোধনী ম্যাচে আম্পায়ারের দায়িত্বে থাকবেন কুমার ধর্মসেনা ও ওয়েন নাইটস।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD