ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশন্স লিগ চ্যাম্পিয়ন স্পেন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩
ক্রোয়েশিয়াকে পরাজয় করে প্রথমবারের মতো নেশন্স লিগের শিরোপা জিতল স্পেন। নির্ধারিত ৯০ মিনিট খেলার ফল আসেনি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে সেখানেও ফল মেলেনি। এবার ম্যাচ ভাগ্য যায় টাইব্রেকারে।
রটারডামে ১২০ মিনিটের লড়াই শেষ করে পেনাল্টি শুট আউটে ৫-৪ ব্যবধানে ক্রোয়াটদের হারায় লুইস দে লা ফুয়েন্তের দল।
আরও পড়ুন: সাকিবের নেতৃত্বে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা
ক্রোয়েশিয়ার লভেরো মাজের ও ব্রুনো পেত্রভিকোর শট রুখে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমোন। অন্যদিকে, আয়মারো লাপোর্তো বল গোলপোস্টে লেগে ফিরে আসে।
আরও পড়ুন: অবসর ভাঙলেন স্কলারি
উয়েফা নেশন্স লিগের এটা নিয়ে হলো তৃতীয় ফাইনাল। ২০১৯ সালের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে পর্তুগাল চ্যাম্পিয়ন হয়। ২০২১ সালে স্পেনকে হারিয়ে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়। এবার দ্বিতীয়বারের প্রচেষ্টায় শিরোপা জিতল স্পেন।
জেবি/এসবি