হাটগুলোতে পশু আসতে শুরু করেছে, কাল থেকে বিক্রির আশা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:২৩ অপরাহ্ন, ২২শে জুন ২০২৩


হাটগুলোতে পশু আসতে শুরু করেছে, কাল থেকে বিক্রির আশা
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র ৭ দিন। নগরবাসীর কোরবানির পশু কেনা সহজ করতে ঢাকা দুই সিটিতে বসেছে ১৯ টি পশুর হাট। ইতমধ্যে হাটের প্রস্তুতি প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে। হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু। 


হাটে গরু নিয়ে আসা বিক্রেতারা বলছেন, ঈদের যেহেতু আর এক সপ্তাহ বাকি তাই সবাই সময় হাতে নিয়েই পছন্দের পশুটি কিনবেন। তারা বলছেন, আগামীকাল শুক্রবার থেকে কিছুটা বিক্রি শুরু হতে পারে।


হাটগুলো ঘুরে দেখা গেছে, রাজধানীর প্রতিটি পশুর হাটে জাল নোট শনাক্তের মেশিন ব্যবহারের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের প্রত্যন্ত এলাকা থেকে আগত ব্যাপারীদের নিরাপত্তায় নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


বুধবার (২১ জুন) রাজধানীর হাজারীবাগ হাট ও গাবতলী হাটে সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাটগুলোর সব প্রস্তুতি শেষ। এসব হাটে বেশ কিছু গরু আনা হয়েছে। হাটে ক্রেতার উপস্থিতিও লক্ষ করা গেছে।


আরও পড়ুন: প্রস্তুত গাবতলী পশুর হাট, মাঝারি গরুতে নজর ক্রেতাদের


হাজারীবাগ হাটে গরু নিয়ে এসেছেন রাজশাহীর কাশেম বেপারী তিনি জানান, হাটে একটু আগে-ভাগে না আসলে জায়গা পাওয়া যায় না। আমি ২ ট্রাক গরু নিয়ে এসছি। আরও গরু আনব কাল-পরশুর মধ্যে। এখনও হাটে তেমন ক্রেতা আসেনি। আশা করছি কাল থেকে বেচা-বিক্রি শুরু হবে। 


গাবতলী হাটে গেলে কথা হয় সুখ চান বেপারী ও মঞ্জু বেপারীর সাথে তারা জানান, এবার সবার নজর ছোট ও মাঝারি গরুর দিকে। একারণে এ গরুর দামও কিছুটা বেশি। আজকে হাটে ক্রেতা আছে। কিন্তু বেশিরভাগ ক্রেতাই দাম করে চলে যাচ্ছেন। এবার গরুর খাবারের দাম বেশি। পশুপালনে খরচ বেশি হওয়ায় দামও বেশি পড়বে।


আরও পড়ুন:রংপুরের লালবাগ হাটে প্রস্তুত ৯০০ কেজির ‘জমিদার’গরু


গাবতলী হাটে কথা হয় আনোয়ার হোসেন নামের একজনের সাথে তিনি জানান, গরুর বাজার কেমন হতে পারে তা যাচাই করতে এসেছি। দেখি দু-একদিনের মধ্যে গরু কিনব। কিন্তু এবার দাম তুলনামূলকভাবে অনেক বেশি।


জেবি/ আরএইচ/