একদিনে করোনা শনাক্ত ৯৫


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:০৬ অপরাহ্ন, ২২শে জুন ২০২৩


একদিনে করোনা শনাক্ত ৯৫
ফাইল ছবি

দেশে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৫৮ জনের। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৯৫ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪১ হাজার ৯৮৯ জনে।


বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় ১০৬ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ সাত হাজার ৮৫৪ জন।


আরও পড়ুন: করোনায় আরও একজনের প্রণহানি, শনাক্ত ১৫১


দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪১ হাজার ৯৮৯ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৫৮ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ সাত হাজার ৮৫৪ জন।


উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।


জেবি/এসবি