ঈদে ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৩


ঈদে ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ঈদের দিনসহ মোট ১৩ দিন সিএনজি ও ফিলিং স্টেশনগুলো খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে।


বৃহস্পতিবার (২২ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।


আরও পড়ুন: ঈদের সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন


এতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য গ্যাস ও জ্বালানি সরবরাহের সুবিধার্থে ঈদের দিনসহ এর পূর্বের ৫ (পাঁচ) দিন এবং পরের ৭ (সাত) দিন সিএনজি-ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিক খোলা রাখতে নির্দেশ দেয়া হলো।


একইসাথে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


জেবি/ আরএইচ/