ঈদে ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:০৮ পিএম, ২৩শে জুন ২০২৩

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ঈদের দিনসহ মোট ১৩ দিন সিএনজি ও ফিলিং স্টেশনগুলো খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।
আরও পড়ুন: ঈদের সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন
এতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য গ্যাস ও জ্বালানি সরবরাহের সুবিধার্থে ঈদের দিনসহ এর পূর্বের ৫ (পাঁচ) দিন এবং পরের ৭ (সাত) দিন সিএনজি-ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিক খোলা রাখতে নির্দেশ দেয়া হলো।
একইসাথে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

হাজারো শিক্ষক প্রেস ক্লাবের সামনে, তোপখানা রোডে যান চলাচল বন্ধ

হালাল শিল্প পার্ক স্থাপনে মালয়েশিয়ার সহায়তা চায় বাংলাদেশ

ড. ইউনূসকে লাল গালিচায় স্বাগত, ইউকেএম দিল সম্মানসূচক ডক্টরেট

ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ১৬ জেলার রেল যোগাযোগ বন্ধ
