নুরের তথ্যকে চ্যালেঞ্জ করা উচিত: ফিলিস্তিনের রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৩
আমাকে চ্যালেঞ্জ না করে, তথ্য বা তথ্যের উৎসকে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের চ্যালেঞ্জ করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।
শুক্রবার (২৩ জুন) তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার (২২ জুন) ইউসুফ এস ওয়াই রামাদান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমরা আমাদের গোয়েন্দাদের মাধ্যমে জানতে পেরেছি, গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর কাতার, দুবাই ও ভারতে তিন দফা মোসাদের সঙ্গে বৈঠক করেছেন।
আরও পড়ুন: নুরকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত
এর প্রেক্ষিতে বৃহস্পতিবার নুরুল হক নুর ফিলিস্তিনের রাষ্ট্রদূতের দেওয়া ওই বক্তব্যকে অস্বীকার করেন। একই সঙ্গে রাষ্ট্রদূতের অভিযোগের সপক্ষে প্রমাণ হাজিরের চ্যালেঞ্জও ছুঁড়ে দেন।
নুরুল হকের এই চ্যালেঞ্জের বিষয়ে জানতে চাইলে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান গণমাধ্যমকে জানান, কেন সে আমাকে চ্যালেঞ্জ করবে? তার উচিত সেই উৎসকে চ্যালেঞ্জ করা, যা তাকে ইতোমধ্যেই প্রকাশ ( উন্মোচিত) করেছে। তবে সেই উৎস ও সূত্র ভুল হলে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হব।
জেবি/ আরএইচ/