জঙ্গি সংগঠন জামাতুল আনসারের প্রতিষ্ঠাতা ও তার স্ত্রী গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৪২ এএম, ২৪শে জুন ২০২৩

জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা মোস্ট ওয়ান্টেড জঙ্গি শামিন মাহফুজ ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
শুক্রবার (২৪ জুন) রাজধানীর ডেমরা এলাকায় বিশেষ এক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন ।
আরও পড়ুন: ঈদযাত্রার ট্রেন চলা শুরু, আজ চলবে ৫৩ জোড়া ট্রেন
তিনি জানান, শামিন মাহফুজ নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা। তিনি মোস্ট ওয়ান্টেড জঙ্গি সদস্য।
এ বিষয়ে শনিবার (২৪ জুন) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

হাজারো শিক্ষক প্রেস ক্লাবের সামনে, তোপখানা রোডে যান চলাচল বন্ধ

হালাল শিল্প পার্ক স্থাপনে মালয়েশিয়ার সহায়তা চায় বাংলাদেশ

ড. ইউনূসকে লাল গালিচায় স্বাগত, ইউকেএম দিল সম্মানসূচক ডক্টরেট

ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ১৬ জেলার রেল যোগাযোগ বন্ধ
