ঈদযাত্রার ট্রেন চলা শুরু, আজ চলবে ৫৩ জোড়া ট্রেন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:২৮ পূর্বাহ্ন, ২৪শে জুন ২০২৩


ঈদযাত্রার ট্রেন চলা শুরু,  আজ চলবে ৫৩ জোড়া ট্রেন
ফাইল ছবি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রার ট্রেন চলাচল শুরু হয়েছে আজ শনিবার । সকাল ৬টায় ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে ট্রেনযোগে ঈদযাত্রা শুরু হলো। আজ ৫৩ জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করবে। 


শনিবার (২৪ জুন) কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার এ তথ্য জানান।


রেলওয়ে সূত্রে জানা গেছে, এবার ঈদযাত্রায় ঢাকা থেকে আন্তঃনগর ট্রেনে প্রতিদিন প্রায় ২৯ হাজার আসনের টিকিট বিক্রি হয়েছে। কমলাপুর স্টেশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ঢাকা সেনানিবাস স্টেশন থেকে তিনজোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।


আরও পড়ুন:  ঈদ জামাতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ


এর আগে গেল ১৪ জুন থেকে আন্তঃনগর ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী ১৪ জুন দেওয়া হয় ২৪ জুনের টিকিট। একইভাবে ১৫ জুন দেওয়া হয় ২৫ জুনের, ১৬ জুন ২৬ জুনের, ১৭ জুন ২৭ জুনের এবং ১৮ জুন দেওয়া হয় ২৮ জুনের অগ্রিম টিকিট।


আরও পড়ুন: ঈদে ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা


একইভাবে ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হয় ২২ জুন থেকে। ২২ জুন দেওয়া হয় ২ জুলাইয়ের টিকিট। যথাক্রমে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের ফিরতি ট্রেনের টিকিট দেওয়া হবে।


জেবি/এসবি