প্রশাসনিক আধিকারিকের বাড়ি, অফিস থেকে কোটি কোটি টাকা উদ্ধার
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৫:০৪ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৩
ভারতের ওড়িশার প্রশাসনিক আধিকারিকের কাছ থেকে নগদ ৩ কোটি টাকা বাজেয়াপ্ত করল ভিজিল্যান্স দফতর।
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকার অভিযোগে শুক্রবার (২৩ জুন) প্রশান্ত কুমার রাউত নামে এক অতিরিক্ত সাব কালেক্টরের বিরুদ্ধে অভিযানে নেমে ছিল ভিজিল্যান্স দফতর।
৯টি এলাকায় তল্লাশি চালিয়ে মোট ৩ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। নবরংপুরের অতিরিক্ত সাব কালেক্টর প্রশান্তের বিরুদ্ধে ভুবনেশ্বর, নবরংপুর, ভদ্রক সহ ৯টি এলাকায় তল্লাশি চালানো হয়।
ওড়িশার ভিজিল্যান্স দফতরের তরফে জানানো হয়েছে ভুবনেশ্বর থেকে নগদ ২•২৫ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। নবরংপুর থেকে উদ্ধার করা হয়েছে নগদ ৭৭ লক্ষ টাকা। সবমিলিয়ে মোট ৩•০২ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। ওড়িশা টিভি সূত্রে খবর, ১ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ওই আধিকারিককে ৫ বছর আগে গ্রেফতার করা হয়েছিল।
শুক্রবার (২৩ জুন) ওই আধিকারিকের বাড়ি, অফিসে তল্লাশি চালায় ভিজিল্যান্স দফতর। বতর্মানে নবরংপুর জেলার অতিরিক্ত সাব কালেক্টর। উদ্ধার হওয়া নগদ টাকার মধ্যে রয়েছে ৫০০ এবং ২ হাজার টাকার নোট।
আরএক্স/