Logo

১৯৭১ সালে বাংলাদেশ নয়, বিজয় অর্জন করেছিল ভারত: দাবি মোদির

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ ডিসেম্বর, ২০২৫, ১৫:২৩
10Shares
১৯৭১ সালে বাংলাদেশ নয়, বিজয় অর্জন করেছিল ভারত: দাবি মোদির
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও বিজয়কে ঘিরে বিতর্কিত মন্তব্য করেছেন। বিজয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্ট করা এক বার্তায় তিনি বলেছেন, ১৯৭১ সালে বিজয় অর্জন করেছিল ভারত।

বিজ্ঞাপন

মোদির পোস্টে উল্লেখ করা হয়, বিজয় দিবসে আমরা সেই সাহসী সৈনিকদের স্মরণ করি, যাদের দৃঢ় সংকল্প ও আত্মত্যাগের কারণে ১৯৭১ সালে ভারত ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল। তাদের নিঃস্বার্থ সেবা আমাদের জাতিকে রক্ষা করেছে এবং ইতিহাসে গর্বের মুহূর্ত স্থাপন করেছে।

তিনি আরও লিখেন, এই দিনটি তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা এবং তাদের অনন্য চেতনার স্মারক হিসেবে দাঁড়িয়েছে। তাদের সাহস ভারতীয়দের প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে।

বিজ্ঞাপন

মোদির এই বক্তব্যে স্পষ্টভাবেই ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটকে বাদ দিয়ে ভারতের ভূমিকা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। বিষয়টি সামাজিক ও আন্তর্জাতিক মহলে ইতিমধ্যেই বিতর্কের জন্ম দিয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ইতিহাসের এই ব্যাখ্যা বাংলাদেশের জাতীয় ইতিহাস ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে প্রভাবিত করতে পারে এবং দুই দেশের সম্পর্কেও সংবেদনশীল প্রতিক্রিয়া তৈরি করতে পারে।

বিজ্ঞাপন

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৯৭১ সালের বিজয় স্বাধীনতা, স্বাধিকার ও জাতীয় চেতনার প্রতীক হিসেবে চিহ্নিত। তবে মোদির মন্তব্যের কারণে এই ইতিহাসকে রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে ব্যাখ্যা করার বিষয়টি নতুন বিতর্কের সূচনা করেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD