পুত্রের হাতে পিতাকে খুন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
একটি বিড়ি সেবন নিয়ে পিতাকে হত্যা করেছে পুত্র সামসুল হক। পুত্রের হাতে পিতাকে খেনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ভারতের আসাম রাজ্যের বরপেটা জেলার কলাগাছিয়া থানা ও বালিকুড়ি পুলিশ ফাঁড়ির অন্তগর্ত আলিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সামসুল হক নামের জনৈক ব্যক্তি নৃশংসভাবে হত্যা করেছে তার জন্মদাতা পিতাকে। পিতা লালমিয়ার কাছ থেকে পুত্র সামসুল হক বিড়ি সেবন করার জন্য একটি বিড়ি চেয়েছিল। কিন্তু পিতা লালমিয়া বিড়ি না দেওয়ায় ডেগার দিয়ে কুপিয়ে কুপিয়ে তার পিতা লালমিয়াকে নৃশংসভাবে হত্যা করেছে সে। এ ঘটনাটি নিয়ে স্থানীয় জনগন তীব্র নিন্দার পাশাপাশি ধিক্কার জানিয়ে পাষন্ড পুত্রের ফাঁসির দাবিও করেছেন। ঘটনাস্থলে কলাগাছিয়া পুলিশ এবং বালিকুড়ি পুলিশ উপস্থিত হয়ে সামসুল হককে গ্রেফতার করে।
পুলিশ জানায়, মৃত লালমিয়াকে ময়নাতদন্তের জন্য বরপেটার ফকর উদ্দিন আলি আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এসএ/