মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে গরু ছিনতাই


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:২৩ এএম, ২৫শে জুন ২০২৩


মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে গরু ছিনতাই
প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে কোরবানির গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।


শনিবার (২৪ জুন) রাতে ঢাকা উদ্যান এলাকার ৩ নম্বর রোডে এই ঘটনা ঘটে।


আহতের নাম মো. সেন্টু ওরফে শাকিল (৩২)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আরও পড়ুন: বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা


আহত শাকিল গণমাধ্যমকে জানিয়েছেন, বছিলার গরুর হাট থেকে কোরবানির গরু কিনে ঢাকা উদ্যান মনিরের বাজার এলাকায় বাসায় যাচ্ছিলাম। এমন সময় একটি টেম্পোতে করে ১০-১২ জন দুর্বৃত্ত আমার গতিরোধ করে দাঁড়ায়। কোনো কিছু বোঝার আগেই ধারালো অস্ত্র দিয়ে আমাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যাই। পরে তারা গরু নিয়ে দ্রুত ঢাকা উদ্যান এলাকা ত্যাগ করে।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মোহাম্মদপুর থেকে আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে তার চিকিৎসা চলছে।


জেবি/ আরএইচ/