উমরাহ পালন করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩
রাষ্ট্রপতি ও তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা শনিবার (২৪ জুন) যথাযথ ধর্মীয়ভাব গাম্ভীর্যের সঙ্গে তাওয়াফ ও সায়ী করাসহ পবিত্র উমরাহর অন্যান্য কার্যক্রম সম্পন্ন করেন। পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে রয়েল গেস্ট হিসেবে সৌদি আরব সফরে রয়েছেন রাষ্ট্রপতি।
শুক্রবার (২৩ জুন) স্থানীয় সময় বিকেলে সৌদি সরকারের অতিথি হিসেবে পবিত্র হজ পালন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে জেদ্দা পৌঁছান তিনি।
রাষ্ট্রপতিকে সৌদি সরকারের রয়েল গেস্ট হিসেবে বিমান বন্দর থেকে মক্কার সাফা রয়েল প্যালেসে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: সৌদি আরবে পৌঁছেছেন রাষ্ট্রপতি
পবিত্র হজ্জ পালন শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের জন্য মদিনায় যাবেন।
আরও পড়ুন: হজ পালনে সপরিবারে সৌদি আরব গেলেন রাষ্ট্রপতি
পবিত্র হজ্জ পালন শেষে আগামী ৩ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
জেবি/এসবি