কোরবানির গরুর চামড়ার নতুন দাম নির্ধারণ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। গেল বছরের চেয়ে ৩ টাকা বাড়িয়ে ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর এই দাম ছিল ৪৭ থেকে ৫২ টাকা।
রবিবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সভায় এই দাম নির্ধারণ করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ে সভা শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, “গেল বছরের চেয়ে ৩ টাকা বাড়িয়ে ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪৫ থেকে ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া খাসির চামড়ার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ঢাকায় প্রতি বর্গফুট খাসির চামড়া ১৮ টাকা থেকে ২০ টাকা এবং বকরির চামড়া প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।”
আরও পড়ুন: কোরবানির চামড়ায় লবণ সরবরাহ নিশ্চিতকরণে বিসিকের সভা
বাণিজ্যমন্ত্রী জানান, “গত বছর প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ছিল ৪৭ টাকা থেকে ৫২ টাকা। এ বছর অত্যধিক গরমের কারণে লবণ সহজলভ্য করতে পশুর হাটের পাশে লবণ বেচাকেনার ব্যবস্থা রাখা হবে বলেও জানিয়েছেন তিনি।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, “অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধ করে লবণের দাম নিয়ন্ত্রণে রাখতে মজুতবিরোধী অভিযান চালানো হবে। তবে এবারও যদি চামড়ার দাম কারসাজির মাধ্যমে কমানো হয়, তাহলে কাঁচা চামড়া রফতানির অনুমোদন দেয়া হবে।”
জেবী/এসবি