পালাতে গিয়ে ১০০ ফুট গভীরে গাড়ি, হেরোইনসহ গ্রেফতার ২


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩


পালাতে গিয়ে ১০০ ফুট গভীরে গাড়ি, হেরোইনসহ গ্রেফতার ২
ছবি: জনবাণী

মাদকদ্রব‍্য হেরোইন নিয়ে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ১০০ ফুট গভীরে পড়ে যায় গাড়ি।


রবিবার (২৫ জুন) আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং মেট্রোপলিটন পুলিশের যৌথ অভিযান চলাকালীন এ ঘটনাটি ঘটে হাজোর পোয়ামক্কা পাহাড়ে।


আরও পড়ুন: আসামে সাংবাদিকের পরিবারে ওপর হামলায় আহত ৬


পুলিশ গাড়ি ও হেরোইনসহ মাদক পাচারকারী চক্রের ২ জনকে গ্রেফতার করেছে। 


অতিরিক্ত পুলিশ সুপার ( এএসপি) কল‍্যাণ পাঠক  এবং আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স পার্থসারথি মহন্তের নেতৃত্বে দল পোয়ামক্কা পাহাড়ে ২ জন পাচারকারীকে গ্রেফতার করে এবং হেরোইন বাজেয়াপ্ত করেছে। পুলিশ ১০০টি সাবান কেসে ২.২ কেজি হেরোইন উদ্ধার করে।


জেবি/ আরএইচ/