আসামে সাংবাদিকের পরিবারে ওপর হামলায় আহত ৬

ডিজিটাল পোর্টাল সাংবাদিক আশিক উদ্দিনকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন সুলতান
বিজ্ঞাপন
ভারতের আসামে বার্মিজ সুপারির বিরুদ্ধে সংবাদ পরিবেশনের জেরে হামলার শিকার হয়েছেন সাংবাদিকের পরিবার।
বুধবার (২১ জুন) রাতে আসামের কাছাড়জেলার কাটিগড়ার রাজেশ্বরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
জানা গেছে, রাজ্যের কাছাড়জেলার কাটিগড়ার রাজেশ্বরপুর গ্রামের সুলতান আহমেদ নামে এক অবৈধ বার্মিজ সুপারি ব্যবসায়ীর একটি সুপারি বোঝাই ট্রাক আটক করেছিল পুলিশ। সেই সংবাদ পরিবেশনের পর ডিজিটাল পোর্টাল সাংবাদিক আশিক উদ্দিনকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন সুলতান।
বিজ্ঞাপন
আরও পড়ুন: আসামে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার ২
এদিকে বুধবার ( ২১ জুন) রাতে হঠাৎ কিছু গুন্ডা বাহিনী নিয়ে এসে সংবাদকর্মীর বাড়িতে হামলা চালায়। এতে গুরুতর আহত হন আশিকের মা, বাবাসহ ৬ জন। চিৎকার শুনে গ্রামের মানুষ এসে তাদের উদ্ধার করেন।
বিজ্ঞাপন
পরে গুমড়া পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে আহতদের চিকিৎসার জন্য কালাইন হাসপাতালে প্রেরণ করেন। মা ও বাবার অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য তাদের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিজ্ঞাপন
এদিকে সুলতান আহমেদসহ অভিযুক্তের বিরুদ্ধে গুমড়া পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করেন সংবাদকর্মী আশিক উদ্দিন।
জেবি/ আরএইচ/








