২১৫ রানে অল আউট আফগানিস্তান


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


২১৫ রানে অল আউট আফগানিস্তান

টাইগেরদের সামনে সহজ লক্ষ্য। ম্যাচে ২০১৫ রানেই অলআউট হয়েছে আফগানিস্তান। আফগানিস্তানের ব্যাটারদের মধ্যে একমাত্র নজিবুল্লাহ যাদরান ছাড়া কেইই তেমন সুবিধা করতে পারেনি।  একমাত্র তিনিই ৮৪ বল খেলে করেছেন ৬৭ রান। 

দীর্ঘ সাত মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। গত একমাস জুড়ে বিপিএলে খেলে টি-টোয়েন্টি মেজাজে থাকা টাইগাররা ওয়ানডে সংস্করণে ফিরেও বল হাতে দুর্দান্ত ছিলেন। মেহেদী মিরাজ, শরিফুল ইসলাম তাসকিন আহমেদের কিপটে বোলিংয়ে ২১৫ রানেই আটকে দিয়েছে আফগানিস্তানকে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সকালে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সফরকারী অধিনায়ক হাশমতউল্লাহ শাহীদি। ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই খেই হারান আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। মোস্তাফিজুর রহমানের করা শর্ট বল মারতে গিয়ে ক্যাচ তুলে দেন মিড উইকেটে থাকা তামিম ইকবালের হাতে। গুরবাজ ফেরেন ১৪ বলে ৭ রান করে।

দ্বিতীয় উইকেট জুটিতে দুই ব্যাটার রহমত শাহ ও ইব্রাহিম জাদরান রান তোলেন ধীরে। ষষ্ঠ ওভারের পঞ্চম বল পুল করতে গিয়ে ইব্রাহিম ক্যাচ দেন স্কয়ার লেগে। সহজ ক্যাচ হলেও হাত ফসকে যায় মাহমুদউল্লাহ রিয়াদের। তবে জুটি লম্বা হওয়ার আগে আঘাত হানেন শরিফুল ইসলাম। ২৩ বলে ১৯ রান করা ইব্রাহিম ক্যাচ দেন স্লিপে থাকা ইয়াসির আলীর হাতে।

তৃতীয় উইকেট জুটিতে হাশমতউল্লাহর সঙ্গে ২৩ রানের জুটি বেঁধে বিদায় নেন রহমত শাহ। ৬৯ বলে ৩৪ রান করে মুশফিকুর রহিমের গ্লাভসে ক্যাচ দেন তাসকিনের বলে। আফগান অধিনায়ক শাহীদি ২৮ (৪৩) রান করে মুশফিকের হাতে ক্যাচ দেন মাহমুদউল্লাহর বলে।

১০২ রানে ৪ উইকেট হারানোর পর মোহাম্মদ নবিকে নিয়ে নাজিবুল্লাহ জাদরান রান তোলেন দ্রুত। ৭০ বলে নাজিবুল্লাহ তুলে নেন ক্যারিয়ারের ১৩তম অর্ধশতক। দুজনের জুটি থেকে ৬৩ রান আসে ৬৩ বলে। নবিকে বিদায় করে জুটি ভাঙেন তাসকিন।

ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়া সাকিব নিজের নবম ওভারে তুলে নেন দুটি উইকেট। গুলবাদিন নাইবকে ১৭ (২৪) রানে ফেরান ৪৪তম ওভারের চতুর্থ বলে এলবিডব্লু করে। ওভারের শেষ বলে রশিদ খানকে শূন্য রানে ফেরান বোল্ড করে।

৪৬তম ওভারের পঞ্চম বলে মুজিব উর রহমানকে (০) ফেরান মোস্তাফিজুর রহমান। ৪৯তম ওভারের চতুর্থ বলে গিয়ে বিদায় নেন ৮৪ বলে ৪টি চার ও ১ ছয়ে ৬৭ রানের ইনিংস খেলে। শেষ ওভারে মোস্তাফিজের প্রথম বলে ক্যাচ দেন ইয়ামিন আহমাদযাই (৫)। ৪৯ ওভার ১ বলে সব উইকেট হারিয়ে ২১৫ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ উইকেট না পেলেও ১০ ওভারে ২ দশমিক ৮০ করে রান দিয়েছেন। শরিফুল ইসলাম প্রতি ওভারে ৩ দশমিক ৮০ করে রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। এ ছাড়া মোস্তাফিজুর রহমান (৩.৮৮) ৩ উইকেট, তাসকিন আহমেদ (৫.৫০) ও সাকিব আল হাসান (৫.৫৫) নেন ২টি করে উইকেট। মাহমুদউল্লাহ ১ ওভারে ৪ রান দিয়ে নেন ১ উইকেট।

 এসএ/