আবারও পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র চালু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:৫৬ পিএম, ২৫শে জুন ২০২৩

কয়লা সংকটের কারণে টানা ২০ দিন বন্ধ থাকার পর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পর চালু হয়েছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র।
রবিবার ( ২৫ জুন ) সকালে ৬৬০ মেগাওয়াট উৎপাদনে সক্ষম একটি ইউনিট চালু করা হয়।
আরও পড়ুন: পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হচ্ছে আজ
গণমাধ্যমে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব ।
তিনি জানান, “অফার ইউনিটটিও শিগগির চালু হবে। ডলার সংকটে কয়লা আমদানি সম্ভব না হওয়ায় গত ২৫ মে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ৫ জুন বন্ধ হয়।”
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

হাজারো শিক্ষক প্রেস ক্লাবের সামনে, তোপখানা রোডে যান চলাচল বন্ধ

হালাল শিল্প পার্ক স্থাপনে মালয়েশিয়ার সহায়তা চায় বাংলাদেশ

ড. ইউনূসকে লাল গালিচায় স্বাগত, ইউকেএম দিল সম্মানসূচক ডক্টরেট

ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ১৬ জেলার রেল যোগাযোগ বন্ধ
