পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হচ্ছে আজ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৩২ পূর্বাহ্ন, ২৫শে জুন ২০২৩


পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হচ্ছে আজ
ফাইল ছবি

কয়লা সংকটের কারণে বন্ধ হওয়া পায়রা  তাপবিদ্যুৎ কেন্দ্র আজ রবিবার (৫ জুন) দুপুর থেকে আবারও চালু হচ্ছে। ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে জেটিতে ভিড়েছে কয়লাবাহী জাহাজ এমভি অ্যাথেনা। বর্তমানে কয়লা খালাসের কাজ চলছে।


এর আগে গেল বৃহস্পতিবার (২২ জুন) রাতে ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের পৌঁছায় জাহাজটি।


গত ২৫ মে ডলার সংকটে কয়লা আমদানি না হওয়ায় ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট বন্ধ হয়ে যায়। পরে ৫ জুন বন্ধ হয়ে যায় দ্বিতীয় ইউনিটও। এরপর বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশে কয়লা আসার পরপরই কেন্দ্রটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।


আরও পড়ুন: আজ থেকে বন্ধ হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র


পায়রা বিদ্যুৎকেন্দ্রের এক প্রকৌশলী জানিয়েছেন, নির্ধারিত শিডিউলে কিছুটা পরিবর্তন হয়েছে। শনিবার (২৪ মে) দিনগত মধ্যরাতে চালু হওয়ার কথা থাকলেও সামান্য পিছিয়ে রবিবার (২৫ জুন) দুপুর ৩টা নাগাদ কেন্দ্রটি চালু করা হবে। প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।


আরও পড়ুন: ডলার সংকটে এক মাস বন্ধ থাকবে পায়রা বিদ্যুৎ কেন্দ্র


জানা গেছে, পায়রা বিদ্যুৎকেন্দ্র ২০ দিন বন্ধ থাকার সময়ে কেন্দ্রটি সংরক্ষণের কাজ করে রাখা হয়েছে। কেন্দ্রটি যাতে কয়লা থাকলে আগামী দুই বছর টানা চলতে পারে, এ জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে।


সূত্র জানিয়েছে, কয়লাবাহী দ্বিতীয় জাহাজটি আসবে আগামী ৩০ জুন। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ১৫ থেকে ১৬টি জাহাজ শুধু পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে পায়রা বন্দরে আসবে।


জেবি/এসবি