নাবালিকা ধর্ষণের অপরাধে ২০ বছরের কারাদণ্ড


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩


নাবালিকা ধর্ষণের অপরাধে ২০ বছরের কারাদণ্ড
বিশ্বজিত

নাবালিকা ধর্ষণের অপরাধে ২০ বছরের কারাদণ্ড হল অপরাধীর। আসামরাজ‍্যের গোলাঘাট জেলা নিম্ন আদালত একব‍্যক্তিকে কারাদন্ড দিয়েছে। 


শনিবার (২৪ জুন) আদালত তাকে পকসো আইনের অধীনে একটি নাবালিকা মেয়েকে ধর্ষণের জন‍্য সাজা দিয়েছে। গোলাঘাটের POCSO আদালত বিশ্বজিৎ বাকতিকে ৪ বছরের মেয়েকে ধর্ষণের জন‍্য দোষী সাব‍্যস্ত করে এই দন্ড দিয়েছে। 


৭ জন সাক্ষীর ভিত্তিতে বিশ্বজিতকে ২০ বছরের কারাদণ্ড দেন আদালত। উল্লেখ্য, মেয়েকে যৌন নিপীড়নের দায়ে চলিত বছরের মার্চ মাসে রাজুকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।


আরএক্স/