একসঙ্গে ধেয়ে আসছে দুটি শক্তিশালী ঘূর্ণিঝড়


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫:৩২ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫


একসঙ্গে ধেয়ে আসছে দুটি শক্তিশালী ঘূর্ণিঝড়
ছবি: সংগৃহীত

মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের দিকে একসঙ্গে দুটি শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। ইতোমধ্যেই প্রবল বর্ষণ শুরু হলেও ঘূর্ণিঝড় দুটি আগামী কয়েক ঘণ্টার মধ্যে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।


উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমাংশ, ক্যারিবিয়ান সাগর, মেক্সিকো উপসাগর এবং উত্তর প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এ ধরনের ঝড়কে হারিকেন বলা হয়। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কিউবা ও আশপাশের ক্যারিবীয় অঞ্চলে প্রায়ই এ ধরনের ঝড় আঘাত হানে।


আরও পড়ুন: ইসরায়েলি হামলায় গাজার অন্তত ২১ হাজার শিশু পঙ্গু: জাতিসংঘ


স্থানীয় গণমাধ্যম জানায়, প্রশান্ত মহাসাগরে সৃষ্ট দুটি ঝড়ের নাম দেওয়া হয়েছে হারিকেন কিকো ও হারিকেন লোরেনা। কিকো বর্তমানে ক্যাটাগরি-৪ ঘূর্ণিঝড় হিসেবে অগ্রসর হচ্ছে, আর লোরেনা মেক্সিকোর পশ্চিম উপকূলের কাছাকাছি অবস্থান করছে।


মায়ামিভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, কিকোর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৩০ মাইল (২১৫ কিমি)। এটি বর্তমানে হাওয়াইয়ের হিলো থেকে প্রায় ২,৫৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং ঘণ্টায় ১৫ কিমি বেগে এগোচ্ছে।


আরও পড়ুন: এবার ইসরায়েলকে কড়া সতর্কবার্তা দিল আরব আমিরাত


পূর্বাভাসে বলা হয়েছে, কিকোর শক্তি আরও কিছুটা বাড়লেও পরে তা দুর্বল হতে পারে। এখনো পর্যন্ত কোনো সতর্কতা বা বিপদ সংকেত জারি করা হয়নি।


অন্যদিকে, হারিকেন লোরেনা ক্যাটাগরি-১ ঘূর্ণিঝড়। এর বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিমি এবং এটি মেক্সিকোর কাবো সান লুকাস থেকে মাত্র ২৫০ কিমি দূরে রয়েছে। ঘণ্টায় ২৫ কিমি বেগে অগ্রসর হওয়া এ ঝড় স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে আরও শক্তিশালী হতে পারে।


আরও পড়ুন: ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যেসব দেশ


মেক্সিকোর আবহাওয়া বিভাগ বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপ ও উত্তর-পশ্চিমাঞ্চলের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। পূর্বাভাসে আকস্মিক বন্যার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।


এএস