সরকারি চাকরিজীবীদের ৫ শতাংশ প্রণোদনা দেওয়া হবে, সংসদে প্রধানমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:১২ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩


সরকারি চাকরিজীবীদের ৫ শতাংশ প্রণোদনা দেওয়া হবে, সংসদে প্রধানমন্ত্রী
ছবি: সংসদ মিডিয়া উইং

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে জানিয়েছেন, মূল্যস্ফীতি বিবেচনায় সরকারি চাকরিজীবীদের মূল বেতনের ৫ শতাংশ বিশেষ প্রণোদনা দেওয়া হবে।


রবিবার (২৫ জুন) একাদশ জাতীয় সংসদের ২৩তম ও ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশন বক্তৃতায় তিনি এ কথা জানান।


আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান


তিনি জানান, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যে একটি বাজেট দেওয়াই বড় ব্যাপার। সংকটের মধ্যেও শক্ত হাতে অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা হয়েছে।


বেশি দামে পণ্য আমদানি করতে গিয়ে রিজার্ভে টান পড়েছে বলে জানিয়ে সরকারপ্রধান বলেন, আরও ৪/৫ মাস খাদ্য কেনার সক্ষমতা আছে বাংলাদেশের।


জেবি/ আরএইচ/