জনগণ চায় সরকারের পতন: রিজভী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩


জনগণ চায় সরকারের পতন: রিজভী
ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের পদত্যাগের দাবিতে মানুষ রাস্তায় নেমেছে।


রবিবার (২৫ জুন) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, প্রধানমন্ত্রী বললেন, ‘সেন্ট মার্টিন দিলে নাকি তিনি ক্ষমতায় থাকতে পারবেন’। কিন্তু সেন্ট মার্টিন দেওয়ার কথা কে বলেছে? কে চাচ্ছে? একটি দেশ তো বলেছে যে, আমরা বাংলাদেশের কোনো ভূখণ্ড চাইনি। তাহলে প্রধানমন্ত্রী কেন সেটা বললেন?


আরও পড়ুন: আমরা তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবো: রিজভী


রিজভী বলেন, জনগণ চায় সরকারের পতন। ইতিমধ্যে তারুণ্যের সমাবেশে, গণমিছিল, পদযাত্রা শুরু হয়েছে। এসব দেখে সরকারের রাজ সিংহাসন টলমল করছে।


ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সাঈদ হাসান মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব খন্দকার এনামুল হক এনামের পরিচালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।


জেবি/ আরএইচ/