শেষ কর্মদিবসে সড়কে যানবাহনের চাপ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:০৬ পিএম, ২৬শে জুন ২০২৩

ঈদের আগে শেষ কর্মদিবস আজ। ফলে সড়কেও বাড়তি যানবাহনের চাপ রয়েছে। শেষ কর্মদিবসে অফিস শেষ করে গ্রামের বাড়ি ফিরবে ঘরমুখো মানুষজন। বিকেলের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে গাড়ির চাপ বেড়ে যাবে ও যানজটের সৃষ্টি হবে।
সোমবার (২৬ জুন) সকাল ১০ টার দিকে রাজধানীর বাংলামটর, কারওয়ান বাজার, পল্টন, ধানমন্ডি, মোহাম্মদপুর এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
সকাল থেকে রাজধানীর এসব এলাকায় যানচলাচল মোটামুটি স্বাভাবিক ছিল। তবে অন্যান্য দিনের তুলনায় গাড়ির চাপ ছিল বেশি। ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় অনেকে অফিসের নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছানোর চেষ্টা করেছেন। যেন দ্রুত বেরুতে পারেন।
আরও পড়ুন: ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে যাত্রী-যানবাহনের চাপ নেই
মোহাম্মদপুরের বাসিন্দা মাশরাফি তার অফিস গুলশানে। তিনি জানান, ঈদের আগে আজ শেষ কর্মদিবস। তাই একটু দ্রুতই বাসা থেকে বের হয়েছি। বিকেল ৪টায় অফিস শেষ করে আমি সোজা গ্রামের বাড়ি রওনা হবো।
দায়িত্বরত ট্রাফিক পরিদর্শকরা জানান, আজ রাস্তায় গাড়ির প্রচুর চাপ হবে। এখন সেভাবে চাপ না থাকলেও বিকেলে চাপ বাড়বে।
এদিকে গাবতলী বাস টার্মিনালগামী যানবাহনের চাপের কারণে নিউমার্কেট থেকে মিরপুর রোডে গাড়ির চাপ সৃষ্টি হয়েছে। এছাড়া মহাখালী বাস টার্মিনাল এলাকার আশপাশেও বেশ যানজট রয়েছে।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

হাজারো শিক্ষক প্রেস ক্লাবের সামনে, তোপখানা রোডে যান চলাচল বন্ধ

হালাল শিল্প পার্ক স্থাপনে মালয়েশিয়ার সহায়তা চায় বাংলাদেশ

ড. ইউনূসকে লাল গালিচায় স্বাগত, ইউকেএম দিল সম্মানসূচক ডক্টরেট

ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ১৬ জেলার রেল যোগাযোগ বন্ধ
