জমজমাট পশুর হাট, শেষ হাসি কার মুখে?


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:২৭ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৩


জমজমাট পশুর হাট, শেষ হাসি কার মুখে?
ছবিটি রাজধানীর মেরাদিয়া পশুর হাট থেকে তোলা

পবিত্র ঈদুল আজহার আর মাত্র বাকি ২ দিন। ঈদ যতই ঘনিয়ে আসছে, ততই ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে জমজমাট হয়ে উঠছে রাজধানীর পশুর হাটগুলো। দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিনই রাজধানীতে আসছে পশু। সড়ক পথের পাশাপাশি পশু আসছে রেলপথ নৌপথে।


এবার ঢাকা মহানগরীতে সিটি করপোরেশনে বসেছে ১৯টি পশুর হাট। এসব হাটে কয়েক দিন ধরে আসছে কোরবানির পশুবাহী ট্রাক। আর রাজধানীর কমলাপুরে আসছে পশুবাহী ট্রেন।


এসব পশু ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছেন রাজধানীর বিভিন্ন হাটে। তাই প্রতিটি হাটে রয়েছে পর্যাপ্ত সংখ্যক কোরবানির পশু। এবার হাটে ক্রেতাদের চাহিদা অনুসারে ছোট বড় মাঝারি সব ধরনের পশু উঠেছে।


বিক্রেতারা বলছেন, ক্রেতারা হাটে আসলেও এখনো বেচাকেনা জমে উঠেনি। বেচাকেনা একদম কম। ক্রেতারা পশুর দাম জিজ্ঞেস করছেন। ঘুরে ঘুরে বাজার দেখছেন। তবে অনেকে পছন্দের পশু কিনছেন। খুব কম মানুষেই এখন পশু কিনছেন। যাদের পশু রাখার জায়গা আছে শুধু তারাই পছন্দ হলে, দাম দরে মিললে কিনছেন।


এর আগেও দেখা গেছে রাজধানীর পশুর হাটে সাধারণত ঈদের আগের দিন সবচেয়ে বেশি পশু বিক্রি হয়। এবারও হয়তো তার ব্যতিক্রম হবে না।


রাজধানীর বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা যায় হাটে মানুষের ভিড়। রয়েছে বিপুল সংখ্যক কোরবানির পশু।


আরও পড়ুন: জমে উঠেছে গাবতলী পশুর হাট, শুরু হয়েছে বেচাকেনা


পশুর দাম কেমন জানতে চাইলে এক ক্রেতা বলেন, এবার পশুর দাম বেশি। তবে ঈদের আগে হয়তো একটু কমতে পারে। এখনই কিনবো না। গরু রাখার জায়গা নেই। তাছাড়া এই তিন চার দিন লালনপালন করাটাও বড় ঝামেলার। অনেক কষ্টের। তাই ঈদের আগের দিনই কিনবো।


তিনি আরও বলেন, এখন বাজার যাচাই করতে এসেছি। আসলে একটা আইডিয়া থাকা দরকার। ব্যাপারীরাতো বেশি দাম চাইবেই। দরকষাকষি করতে তো দাম জানতে হবে। তাই হাট ঘুরছি। আইডিয়া নিচ্ছি।


জামালপুরের ব্যবসায়ী আকবর বলেন, গরুর দাম বাড়বে, কেননা ঢাকার ক্রেতারা শেষ সময় হুমড়ি খেয়ে পড়ে। এই প্রত্যাশায় টার্গেট পূর্ণ না হওয়ায় এখনই গরু বিক্রি করছেন না তিনি।


আরেক বিক্রেতা ফরিদপুরের শামসুদ্দিন বলেন, ঢাকার মানুষ খালি ঘুরে, আর দেখে। তবে সময় শেষ হলে আর ঘোরার সময় পাবেন না। এখন পশু রাখার জায়গার সংকটে তারা কিনছেন না। শেষ সময় বেচাবিক্রি ভাল হবে আশা করি।


জেবি/ আরএইচ/