এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
নিজস্ব প্রতিবেদক: আগামী ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকডেমি (নায়েম) এর উদ্যোগে শিক্ষা ক্যাডারের ১৬৪তম বুনিয়াদি কোর্সের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
এসময় শিক্ষা মন্ত্রী জানিয়ে দেন, আগামী ৩০ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারাংশ তুলে দেওয়া হবে।
ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে, ফল প্রকাশের জন্য প্রস্তুত রয়েছে শিক্ষা বোর্ড। সম্প্রতি আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করে। ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠায়।
মঙ্গলবার সকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ জানান, সবকিছুই প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রীর অফিসে প্রস্তাব পাঠানো হয়েছে। আজই হয়তো সিদ্ধান্ত পাবো। অফিসিয়িলি জানা গেলে জানাতে পারবো।
তিনি আরও জানান, ৩০ ডিসেম্বর সকালে শিক্ষা বোর্ডগুলোর পক্ষে ফলের সার সংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হবে। পরে বিস্তারিত ফল তুলে দেওয়া হবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাতে। এরপর বিস্তারিত ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী।
দীর্ঘ নয় মাস পর গত ১৪ নভেম্বর ২২ লাখেরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।