প্রতিকেজি সিদ্ধ চালের দাম ৪৪ টাকা: খাদ্যমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৩


প্রতিকেজি সিদ্ধ চালের দাম ৪৪ টাকা: খাদ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে (২০২৩) ধান, সিদ্ধ চাল ও গম সংগ্রহের জন্য সরকার মূল্য নির্ধারণ করে দিয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, “ধান প্রতি কেজি ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা ও গম প্রতি কেজি ৩৫ টাকা।”


সোমবার (২৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংরক্ষিত নারী সংসদ সদস্য আদিবা আনজুম মিতার প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি। সংসদ অধিবেশনে স্পিকার শিরীন শারমিন চৌধুীর সভাপতিত্ব করেন।


আরও পড়ূন: টিসিবি কার্ডধারীদের স্মার্ট কার্ড দেয়া হবে: খাদ্যমন্ত্রী


নোয়াখালীর-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের অন্য এক প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, “গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) ও গ্রামীণ অবকাঠামো রক্ষাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় দেশের অধিক বজ্রপাত প্রবণ ১৫টি জেলায় ৩৩৫টি বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে।”


আরও পড়ূন: তরুণ মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের মূল শক্তি: খাদ্যমন্ত্রী


তিনি আরও বলেন, “দেশের অধিক ঝুঁকিপূর্ণ ১৫ জেলায় বজ্রনিরোধক দণ্ড স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় ৬ হাজার ৭৯৩টি বজ্রনিরোধক দণ্ড স্থাপনের জন্য প্রকল্প গ্রহণ করে অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।” প্রকল্পটি অনুমোদন হলে এগুলো স্থাপন করা হবে বলে জানান তিনি।


জেবি/এসবি