পশু কেনাবেচায় প্রতারণা করলেই ব্যবস্থা: র্যাব
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:০৮ পিএম, ২৬শে জুন ২০২৩

অনলাইনে কোরবানির পশু কেনাবেচায় কেউ প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
সোমবার (২৬ জুন) গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
আরও পড়ুন: জমজমাট পশুর হাট, শেষ হাসি কার মুখে?
খন্দকার আল মঈন আরও জানান, “হাসিলের নামে কোনো হাটে বাড়তি টাকা নেয়া হলে সংশ্লিষ্ট হাট ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”
আরও পড়ুন: ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ২৪ ঘণ্টা কাজ করছে পুলিশ: আইজিপি
তিনি জানান, “পশুর হাটে দালাল, প্রতারক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে র্যাব। ৫০ লাখ টাকা জাল নোট জব্দ এবং এরসাথে জড়িতদেরও আটক করা হয়েছে।”
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

হাজারো শিক্ষক প্রেস ক্লাবের সামনে, তোপখানা রোডে যান চলাচল বন্ধ

হালাল শিল্প পার্ক স্থাপনে মালয়েশিয়ার সহায়তা চায় বাংলাদেশ

ড. ইউনূসকে লাল গালিচায় স্বাগত, ইউকেএম দিল সম্মানসূচক ডক্টরেট

ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ১৬ জেলার রেল যোগাযোগ বন্ধ
