চলতি বছর বিদেশ গেছেন পৌনে ১১ লাখ কর্মী: প্রবাসী কল্যাণমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:৪৬ পিএম, ২৬শে জুন ২০২৩


চলতি বছর বিদেশ গেছেন পৌনে ১১ লাখ কর্মী: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ জাতীয় সংসদে বলেছেন, চলতি (২০২২-২৩) অর্থবছরের ১৫ জুন পর্যন্ত ১০ লাখ ৭৪ হাজার ৫৫২ জন কর্মী বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে কাজের উদ্দেশে গিয়েছেন।


সোমবার (২৬ জুন) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তরে সরকারি দল আওয়ামী লীগের সংসদ সদস্য আলী আজমের এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। সোমবারের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।


আরও পড়ুন: পশু কেনাবেচায় প্রতারণা করলেই ব্যবস্থা: র‍্যাব


সরকার দল আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমানের এক প্রশ্নের লিখিত উত্তরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেন, “জনশক্তি রপ্তানির উদ্দেশ্যে নতুন নতুন দেশের সঙ্গে চুক্তি সইয়ের পরিকল্পনা রয়েছে। বর্তমানে লিবিয়া, মাল্টা, আলবেনিয়া, রোমানিয়া ও সার্বিয়ার সঙ্গে চুক্তি সম্পাদনের কার্যক্রম চলমান।”


জেবি/এসবি