রাজধানীর হাটে পশুর দাম বেশি, ক্রেতা কম
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৩
পবিত্র ঈদুল আজহার আর মাত্র বাকি ২ দিন। ইতমধ্যে রাজধানীতে বসেছে ১৯ টি কোরবানির পশুর হাট।
সরেজমিনে রাজধানীর বেশ কয়েকটি হাট ঘুরে দেখা গেছে, হাটে পর্যাপ্ত সংখ্যক দেশি গরুর যোগান রয়েছে। কিন্তু সেই তুলনায় হাটে ক্রেতা নেই। যাও কিছু ক্রেতা এসেছেন তারা শুধু পশুর দাম যাচাই করছে।
হাটে গিয়ে ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, হাটে প্রচুর গরু আছে কিন্তু বেপারীরা দাম ছাড়ছে না। ক্রেতারা অভিযোগ করে বলেন, গত বারের চেয়ে এবার প্রতিটি গরুতে ৩০ হাজার করে বেশি দাম চাওয়া হচ্ছে।
অন্যদিকে বিক্রেতারা বলছেন, পশুখাদ্যের দাম বৃদ্ধি পাওয়াসহ আনুসাঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় গরুর দাম কিছুটা বেশি। বিক্রেতারা আশা করছেন আজ রাত থেকে পুরোদমে বেচাকেনা শুরু হবে।
সরেজমিনে রাজধানীর লালবাগের রহমতগঞ্জ হাটে গিয়ে দেখা গেছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা গরু আনতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় আজও হাটে ট্রাকে ট্রাকে ঢুকছে গরু। হাট ঘুরে প্রচুর পরিমাণে গরু দেখা গেলেও ক্রেতাদের উপস্থিতি এখনো সেভাবে দেখা যায়নি।
আরও পড়ুন: জমজমাট পশুর হাট, শেষ হাসি কার মুখে?
কুষ্টিয়া থেকে রহমতগঞ্জ হাটে ৭টি গরু এনেছেন জান্নাতুর রহমান বেপারী। তিনি জানান, হাটে গরুর কোনো অভাব নেই, প্রচুর পরিমাণে গরু। এসব গরুর মধ্যে মাঝারি সাইজের গরুর চাহিদা সবচেয়ে বেশি। সেইসঙ্গে দামও বেশি। যদিও এবার গরুর দাম বেশি যাবে, কারণ এবার বেশি দামে গরু কিনেছেন পাইকাররা।
হাটের আরেক বেপারী রাজু জানান, গরুর দাম এবার বেশি যাচ্ছে। কারণ গরুর খাবারের দাম বেশি ও পরিবহন খরচ বেশি। আমার কাছে ৫টি গরু আছে এর মধ্যে ৩টি মাঝারি সাইজের আর দুইটা তুলনামূলক বড়। এখানকার একটি গরু ওজন প্রায় ৪ মণ। এই গরুর দাম চাচ্ছি এক লাখ ৪০ হাজার।
রাজধানীর কামরাঙ্গীরচর থেকে হাটে গরু কিনতে এসেছেন একজন রড-সিমেন্ট ব্যবসায়ী। তিনি জানান, প্রতি বছর এ হাট থেকেই কোরবানির গরু কিনি। এই হাটটিও বড় হাটের মধ্যে একটি, তাই প্রচুর গরু পাওয়া যায়। আজ এসেছি মূলত গরুর দরদাম দেখতে। এসে যা বুঝলাম তাতে দেখলাম বিক্রেতারা এবার গরুর দাম বেশি চাচ্ছে। আর মাঝারি সাইজের গরুর চাহিদা যেহেতু সবচেয়ে বেশি তাই বিক্রেতারা এই গরুগুলো দাম আরও বেশি দাম চাচ্ছে।
জেবি/ আরএইচ/