ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটারজুড়ে যানজট
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৫৭ পূর্বাহ্ন, ২৭শে জুন ২০২৩
পবিত্র ঈদুল আজহার আগে যানবাহনের অতিরিক্ত চাপ ও দফায় দফায় সেতুর টোল আদায় বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৭ জুন) ভোর পর্যন্ত মহাসড়কের সেতু পূর্ব পাড় কালিহাতি উপজেলার হাতিয়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় এই যানজটের সৃষ্টি হয়।
এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সোমবার (২৬ জুন) রাতে বঙ্গবন্ধু সেতুর ওপর সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকল হয়। এতে রাত ৩টার পর ১২ মিনিট, মঙ্গলবার ভোর ৪টার পর প্রায় এক ঘণ্টা ও সকাল সাড়ে ৫টায় ৪৫ মিনিট পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এতে যানজট সৃষ্টি হয়।
আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট
ওসি জাহিদ হাসান জানান, রাতে মহাসড়কে এলেঙ্গা থেকে সেতু পূর্ব পর্যন্ত যানজট ছিল। সকালের দিকে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এখনো সল্লা থেকে সেতু পূর্ব পর্যন্ত পরিবহন ধীরগতিতে চলাচল করছে।
বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, স্বাভাবিক সময়ে প্রতিদিন ১৬ থেকে ১৭ হাজার যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়। এখন ২৮ থেকে ৩০ হাজার যানবাহন সেতু পারাপার হচ্ছে।
জেবি/ আরএইচ/