ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, বেড়েছে দুর্ভোগ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৭শে জুন ২০২৩


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, বেড়েছে দুর্ভোগ
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে বেড়েছে যানবাহনের চাপ। তবে এখনো পর্যন্ত কোথাও কোনো যানজটের সৃষ্টি হতে দেখা যায়নি।


এদিকে গতকাল থেকেই ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে। রাতের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। তবে সকালের আগেই পুরো মহাসড়ক অনেকটাই ফাঁকা হয়ে পড়ে।


মঙ্গলবার (২৭ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় ও সাইনবোর্ড সরেজমিনে গিয়ে এমনই দৃশ্য দেখা গেছে।


আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটারজুড়ে যানজট


সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হওয়াতে যাত্রীদের কিছুটা দুর্ভোগের পোহাতে হয়। তবে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য তারা বৃষ্টির মধ্যেই যে যেভাবে পারছেন গ্রামের দিকে ছুটছেন।


কাঁচপুর হাইওয়ে শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরিফদ্দিন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে সাইনবোর্ড পর্যন্ত ৪০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া কমিউনিটি পুলিশ, মোবাইল টিম, হোন্ডা টিম, অ্যাম্বুলেন্স টিম মহাসড়কে ২৪ ঘন্টা নিয়োজিত থাকবে। পাশাপাশি দুই মহাসড়কের কোথাও কোনো সড়ক দুর্ঘটনা ঘটলে দুর্ঘটনাজনিত যানবাহন দ্রুত মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় একটি রেকার প্রস্তুত রাখা হয়েছে।


জেবি/ আরএইচ/