মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ২৮শে জুন ২০২৩
ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ, উৎসাহ-উদ্দীপনা ও ত্যাগের মহিমায় সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশসমূহসহ বিশ্বের নানা দেশে আজ বুধবার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।
আজ বুধবার (২৮ জুন) সকালে মক্কা নগরীর মুজদালিফা থেকে ফিরে হাজিরা মিনায় অবস্থান করে পশু কোরবানিসহ হজের অন্যান্য কার্যাদি সম্পাদন করবেন।
গতকাল (মঙ্গলবার) পবিত্র মক্কা নগরীর অদূরে আরাফাতের ময়দানে সমবেত হওয়ার মধ্য দিয়ে পবিত্র হজ পালিত হয়েছে।
এই বছর হজ করছেন প্রায় ২৫ লাখ মুসলিম। করোনা মহামারির সময় মাত্র ১০০০ স্থানীয় হজযাত্রীর মধ্যে সীমাবদ্ধ ছিল হজ পালন। ২০২১ সালে সেই সংখ্যা বাড়িয়ে করা হয় ৬০ হাজার।
আরও পড়ুন: পবিত্র ঈদুল আজহা কবে, জানা যাবে আজ সন্ধ্যায়
সৌদি ও মধ্যপ্রাচ্য ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ-আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।
মুসলমানদের দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা, যা কোরবানির ঈদ নামে পরিচিত। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করেন সামর্থ্যবান মুসলমানরা। মুসলমানদের জাতির পিতা হজরত ইবরাহিম আ.-এর ত্যাগের স্মৃতিবিজড়িত এ ঈদ। মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য প্রয়োজনে নিজের প্রিয় বস্তুকে কোরবানি দেয়ার প্রস্তুতির শিক্ষাই এ ঈদের আদর্শ।
জেবি/ আরএইচ/