মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে জামালপুরের ১৬ গ্রামে ঈদ উদযাপন


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১১:০৪ এএম, ২৮শে জুন ২০২৩


মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে জামালপুরের ১৬ গ্রামে ঈদ উদযাপন
ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ১৬টি গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ ঈদুল আজহা উদযাপন করেছেন।


বুধবার (২৮ জুন) সকাল সাড়ে ৮টায় পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া মাস্টারবাড়ি সংলগ্ন জামে মসজিদ মাঠে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।


আরও পড়ুন: আগামীকাল চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ


ইমাম আজিম উদ্দিন মাস্টার জানান, প্রতিবছরই মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে তারা ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ আদায় করে থাকেন। পৌরসভার বলারদিয়ার, মূলবাড়ি, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসি, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড় ও বগারপাড় গ্রামের লোকজন এই নামাজে অংশগ্রহণ করেন। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও প্রায় দুই শতাধিক নারী-পুরুষ এই নামাজে অংশগ্রহণ করেছেন।


তবে এই নামাজ নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মাদ নাজমুল হুদা ফয়জী। তিনি বলেন, যারা কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস মানে না তারাই এ সমস্ত বিভ্রান্তিকর কাজ করে চলেছেন। তাই এই বিষয়ে সবাইকে সচেতন থাকার আহবান জানান তিনি।


জেবি/ আরএইচ/