ক্রেতাদের চাহিদার তুঙ্গে ছোট গরুর, দাম চড়া
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৩২ পূর্বাহ্ন, ২৮শে জুন ২০২৩
রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। ইতোমধ্যে রাজধানীর পশুরহাটগুলোতে বেচাকেনা চলছে।
সরেজমিনে হাজারীবাগ পশুর হাট ঘুরে দেখা গেছে, তুলনামূলক বড় গরুতে ক্রেতাদের চাহিদা কম। চাহিদার তুঙ্গে থাকা ছোট এবং মাঝারি গরুর দাম বেশি হওয়ায় বাধ্য হয়েই কিনতে হচ্ছে ক্রেতাদের। বড় গরু নিয়ে হতাশ বিক্রেতারা বলছেন, কাঙ্ক্ষিত দাম না পেলে গরু নিয়েই বাড়ি ফিরতে হবে।
বুধবার (২৮ জুন) সকালে রাজধানীর হাজারীবাগ পশুর হাট ঘুরে এ চিত্র দেখা গেছে।
হাটে গরু কিনতে আসা ব্যাংক কর্মকর্তা আফতাব আলী জানান, বিকেল থেকেই বাজার ঘুরেছি অবশেষে তিন মণ ওজনের একটা গরু কিনেছি প্রায় লাখ টাকায়। সে হিসেবে দামটা আমার কাছে একটু বেশিই মনে হয়েছে।
আরও পড়ুন: হাটে ছোট গরুর চাহিদা বেশি, বড় গরুতে আগ্রহ নেই
তিনি জানান, বড় গরুর কাছে মানুষ যাচ্ছেই না, কিন্তু ছোট গরুর কাছে গিয়ে দামও বলা যাচ্ছে না। দেশের অর্থনৈতিক অবস্থা কিছুটা মন্দা থাকায় যারা গত বছরও বড় গরু কোরবানি দিয়েছে।
হাটে গরু কিনতে আসা আফিফুর রহমান আলভী নামের একজনের সাথে কথা বললে তিনি জানান, আমি গাবতলী হাট থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকায় একটা গরু কিনেছি। গরু কিনে তিনি খুশি।
তিনি জানান, গাবতলী হাটে তুলনামূলক গরুর দাম কম। হাজারীবাগ হটে এসছি আরও গরু দেখতে পছন্দ হলে কিনব। এ হাটে গাবতলীর চেয়ে গরুর দাম একটু বেশি মনে হচ্ছে।
জেবি/ আরএইচ