ঈদের সকালে সারাদেশে ভারী বৃষ্টির আভাস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৪৬ পূর্বাহ্ন, ২৮শে জুন ২০২৩


ঈদের সকালে সারাদেশে ভারী বৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

আজ বুধবার (২৮ জুন) সকাল থেকেই রাজধানীসহ সারাদেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। যা বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের দিনেও চলবে বলে জানা গেছে। 


আবহাওয়ার অফিস জানিয়েছে, ঈদের দিন সকাল থেকে রাজধানীসহ দেশের সব বিভাগে ভারী বৃষ্টিপাত হবে। তবে দুপুরের দিকে সেই বৃষ্টি কিছু কমে আসবে। 


বুধবার (২৮ জুন) সকালে আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ বলেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: ঈদের দিন দেশের বিভিন্নস্থানে বৃষ্টি হবে


তিনি জানান, আজ সারাদিন বৃষ্টি হবে। আগামী ২৪ ঘণ্টা দেশের সব বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তার সঙ্গে কোথাও কোথাও মাঝারি ও ভারী বৃষ্টির সঙ্গে দমকা হওয়া বয়ে যেতে পারে।


দেশের বিভিন্ন স্থানেও আজ বৃষ্টি হচ্ছে। এমন অবস্থা আরও পাঁচদিন চলতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা।


আবহাওয়ার অফিস জানিয়েছে, বুধবার সকাল ৬টার আগে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সারাদেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মাইজদী কোর্টে ২৪ মিলিমিটার, সন্দ্বীপে ৭৩ মিলিমিটার এবং পটুয়াখালীতে ৭১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।


জেবি/ আরএইচ/