ঈদের সকালে ঢাকায় ঝুম বৃষ্টি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৯:১৮ পূর্বাহ্ন, ২৯শে জুন ২০২৩


ঈদের সকালে ঢাকায় ঝুম বৃষ্টি
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার দিন সকালে থেকেই রাজধানীতে বিভিন্ন ঝুম বৃষ্টি শুরু হয়েছে।


বৃহস্পতিবার (২৯ জুন) সকাল পৌনে ৬ টার দিকে রাজধানীতে বৃষ্টি হতে দেখা যায়। ঈদের দিন সকাল থেকে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন মুসল্লিরা।


গতকাল বুধবারও দিনভর রাজধানীসহ দেশের বিভিন্ন বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়। গত ২৪ ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দিনভর বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম বিপাকে পড়েন নগরবাসী।


আরও পড়ুন: ঈদের সকালে সারাদেশে ভারী বৃষ্টির আভাস


ঈদের দিনও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদফতর। বুধবার রাতে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।


তিনি আরও জানান, দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


জেবি/ আরএই্চ/