দক্ষিণ সিটির ৫ ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৩৩ অপরাহ্ন, ২৯শে জুন ২০২৩
২৪ ঘণ্টার মধ্যে অপসারণের চ্যালেঞ্জ নিয়ে রাজধানীতে শুরু হয়েছে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ১৯ হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী এ কাজে নিয়োজিত রয়েছেন। এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটির পাঁচটি ওয়ার্ডের বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৯ জুন) সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে পশু কোরবানি করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দুপুরের আগেই নির্ধারিত স্থানে পশুর বর্জ্য ব্যাগ ভর্তি করে রাখেন অনেকে।
বর্জ্য অপসারণ সংক্রান্ত হালনাগাদ তথ্য জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, দক্ষিণ সিটির ১০, ৩৭, ৩৮, ৪১, ৫৩ নম্বর ওয়ার্ড থেকে শতভাগ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে চলছে পশু কোরবানি
কোথাও বর্জ্য পড়ে থাকতে দেখলে দক্ষিণ সিটির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ ও ০২২২৩৩৮৬০১৪ নম্বর ফোন করে অবহিত করার অনুরোধ করা হয়েছে।
জানা গেছে, দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে দুই সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।
জেবি/. আরএইচ/