উত্তর সিটির ৭০ ভাগ কোরবানির বর্জ্য অপসারিত


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৯:১৪ পিএম, ২৯শে জুন ২০২৩


উত্তর সিটির ৭০ ভাগ কোরবানির বর্জ্য অপসারিত
ছবি: ঢাকা উত্তর সিটি করপোরেশন মিডিয়া উইং

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মোট কোরবানির বর্জ্যের ৭০ ভাগ অপসারণ সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে ডিএনসিসির ৩২টি ওয়ার্ডে শতভাগ কোরবানি বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে।


বৃহস্পতিবার (২৯ জুন) সন্ধ্যায় ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোট কোরবানির বর্জ্যের ৭০ ভাগ অপসারণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৩২টি ওয়ার্ডে শতভাগ সম্পন্ন হয়েছে। বাকি ওয়ার্ডগুলোর কাজও শেষ পর্যায়ে।


আরও পড়ুন: দক্ষিণ সিটির ৫ ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ


শতভাগ সম্পন্ন হওয়া ওয়ার্ডগুলো হলো, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ , ৮, ১৭, ১৯, ২২, ২৩, ২৪, ১০, ১১, ১২, ২৬, ২৭, ২৮, ৩২, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৪৪, ৪৫, ৪৬, ৩৯, ৩৭, ৩৮, ৪১, ৪২ নম্বর ওয়ার্ড।


অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত ডিএসসিসির ৩০টি ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।


শতভাগ বর্জ্য অপসারণ হওয়া ওয়ার্ডগুলো হলো, ১,২,৩, ৯, ১০, ১৩, ১৬, ১৮, ২১, ২৪, ২৬, ২৮, ৩০-৩২, ৩৫-৩৮, ৪১, ৪৩, ৫০-৫৩, ৫৬, ৫৭, ৬৯, ৭২ ও ৭৫ নম্বর ওয়ার্ড।


জেবি/ আরএইচ/