ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে চলছে পশু কোরবানি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:০২ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৩


ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে চলছে পশু কোরবানি
ছবি: সংগৃহীত

ঈদুল আজহার ২য় দিন আজ। সারাদেশে ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি।


শুক্রবার (৩০ জুন) রাজধানীর বিভিন্ন এলাকার পাড়া-মহল্লা ও প্রধান সড়কে পশু কোরবানি দিতে দেখা গেছে।


ইসলামের বিধান অনুযায়ী, ঈদের দিন ছাড়াও আ‌রও দু‌দিন তথা জিলহজ মাসের ১১ তারিখ (ঈদের দ্বিতীয় দিন) ও ১২ তারিখও (ঈদের তৃতীয় দিন) সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করার সুযোগ রয়েছে।


আরও পড়ুন: রাজধানীতে চলছে পশু কোরবানি


ত্যাগের মহিমা এবং মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কেউ একাধিক কোরবানি দিচ্ছেন। আবার কেউ পারিবারিক ঐতিহ্য রক্ষায়, কেউ আবার ব্যবসা ও কাজের চাপ এবং কসাইয়ের অভাবে ঈদের দিন পশু জবাই দিতে পারেনি তারাই দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন।


দ্বিতীয় দিনের কোরবানির সংখ্যাটা পুরান ঢাকায় বেশি হলেও রাজধানীর অন্যান্য এলাকায়ও দেখা গেছে কোরবানির ব্যস্ততা।


রাজধানীর মৌসুমি কসাই মজিবর রহমান জানান, ঈদের দিন ৫টি গরু কাজ করেছি সন্ধ্যা পর্যন্ত। আজকে দুটির অর্ডার আছে। একটির কাজ চলছে। শেষ হলে আরেকটি ১১টার দিকে কাটবো।


জেবি/ আরএইচ/