ঈদের দিন সাড়ে ৪ লাখ পিস চামড়া সংগ্রহ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৩


ঈদের দিন সাড়ে ৪ লাখ পিস চামড়া সংগ্রহ
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে ঢাকা ও আশপাশের এলাকায় সব মিলিয়ে সাড়ে চার লাখ কাঁচা চামড়া সংগ্রহ করেছে ট্যানারি মালিকরা। 


এবারে সব মিলিয়ে এক কোটি পিস কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য রয়েছে। সার্বিক দিক বিবেচনায় এবছর চামড়ার বাজারও ভালো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


ঈদের দিন বৃহস্পতিবার (২৯ জুন) পোস্তায় ছোট আকারের গরুর চামড়া ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়েছে। মাঝারি আকারের গরুর চামড়া মানভেদে ৬০০ থেকে ৮০০ টাকা আর বড় আকারের গরুর চামড়া ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।


শুক্রবার (৩০ জুন) আড়তদার ও ট্যানারি মালিকরা এসব তথ্য নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে পোস্তায় আসছে পশুর চামড়া


বাণিজ্য মন্ত্রণালয়ে ট্যানারি মালিক, ট্যারিফ কমিশনসহ সংশ্লিষ্টদের সঙ্গে গত ২৫ জুন বৈঠকে ঢাকায় ৩ টাকা, ঢাকার বাইরে ৫ টাকা বাড়িয়ে গরুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করা হয়।


পোস্তার কাঁচা চামড়ার আড়তদারদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিনস মার্চেন্টস অ্যাসোসিয়েশনের (বিএইচএসএমএ) সাধারণ সম্পাদক হাজি মো. টিপু সুলতান জানান, এবার প্রথম দিন এক লাখ পিস গরুর চামড়া সংগ্রহের টার্গেট করেছিলাম। মোটামুটি সংগ্রহ হয়েছে। আজ ও আগামীকালও সংগ্রহ হবে। এবার বাজারে তেমন কোনো বিশৃঙ্খলা ছিল না। সবাই সঠিক দামেই কেনাবেচা করেছে।


ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ জানান, কোরবানির চামড়ার বড় অংশই সংরক্ষণ করেন মৌসুমি ব্যবসায়ী ও আড়তদাররা। পাশাপাশি ট্যানারি মালিকরা সরাসরি কিছুসংখ্যক কাঁচা চামড়া কেনেন। ঈদের দিন থেকে আজ ভোর ৬টা পর্যন্ত প্রায় সাড়ে তিন লাখ কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে।


জেবি/ আরএইচ/