সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:১৭ পিএম, ১লা জুলাই ২০২৩

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির পেছনে জড়িত সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে।
শনিবার (১ জুলাই) খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে রোটারি ক্লাবের ডিসট্রিক্ট ইয়ার লঞ্চিং অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা চেষ্টা করছি যেন কোনো সিন্ডিকেট কাজ না করে। অনেক বছরের স্টাবলিশ, ফলে সময় লাগছে। কিন্তু আমরা চেষ্টা করছি সরকারিভাবে।
আরও পড়ুন: কাঁচা চামড়া সিন্ডিকেট করলে রপ্তানি করা হবে: বাণিজ্যমন্ত্রী
টিপু মুনশি বলেন, ১ কোটি পরিবারকে আমরা সাশ্রয়ী দামে খাবার দিচ্ছি। সরকার মানুষকে সাহায্য করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে।
অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক, রোটারি ক্লাবের ডিসট্রিক্ট গভর্নর মো. আশরাফুজ্জামান নান্নু, জোনাল ইভেন্ট চেয়ার এস এম নজরুল ইসলামসহ রোটারি ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ফ্রান্সসহ আরও চার দেশে এনআইডি সেবা চালুর অনুমোদন পেল ইসি

বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি গঠন

১ হাজার ১ টাকায় মসজিদ-মন্দিরকে জমি দিলো রেল মন্ত্রণালয়

চন্দ্রনাথ মন্দিরে উসকানিমূলক কার্যকলাপ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ
