ছুটি শেষে সড়ক পথে রাজধানী ফিরছেন কর্মজীবীরা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৩


ছুটি শেষে সড়ক পথে রাজধানী ফিরছেন কর্মজীবীরা
রাজধানীর বিভিন্ন টার্মিনালে ঘরফেরত মানুষের ভিড় দেখা গেছে। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানী ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। এবার ফিরতি ঈদযাত্রা অনেকটা স্বস্তির হয়েছে বলে জানিয়েছে তারা।  


রবিবার (২ জুলাই) সকাল থেকে রাজধানীর বিভিন্ন টার্মিনালে ঘরফেরত মানুষের ভিড় লক্ষ করা গেছে।


এবার কোরবানির ঈদে সরকারি ছুটি ছিল চার দিন। গত ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত ঈদের ছুটি এবং শনিবার (১ জুলাই) সাপ্তাহিক বন্ধ শেষে আজ রবিবার (২ জুলাই) খুলেছে সরকারি অফিসগুলো। তবে, বেসরকারি অফিসগুলো শনিবার খোলা ছিল।


আরও পড়ুন: বাস কাউন্টারে বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়


কাউন্টারের লোকজন বলছেন, বেশিরভাগ গণপরিবহন অনেকটা খালি গিয়ে সংশ্লিষ্ট জেলা বা এলাকা থেকে যাত্রী বোঝাই করে ঢাকায় ফিরছে। 


যাত্রীরা বলছেন, ঈদ উপলক্ষে বেশি ভাড়া রাখলেও পর্যাপ্ত বাসের অভাবে অনেক যাত্রী ঢাকায় ফিরতে পারছেন না। টিকিট ছাড়া যাত্রী না ওঠায় বেশিরভাগ আন্তঃজেলা বাস স্বস্তিতে ঢাকায় ফিরতে পারছেন যাত্রীরা। যারা টিকিট পাননি, তারা বিভিন্নভাবে লোকাল পরিবহনে করে ফিরছেন।


গাবতলীতে দেখা যায়, সরকারি-বেসরকারি চাকরিজীবী থেকে শুরু করে শ্রমজীবী ও ব্যবসায়ীদের অনেকে রাজধানীতে ফিরছেন। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আন্তঃজেলা বাসে করে রাজধানীতে প্রবেশের পর সিটি বাসগুলোতে করে বাসা, কর্মক্ষেত্র ও গন্তব্যে যাচ্ছেন।


জেবি/ আরেএইচ/